আজকাল ওয়েবডেস্ক : যারা কোডের কাজ করেন তাদের পক্ষে ভালো খবর নয়। যেভাবে এআই কাজ করছে তাতে তাদের চাকরি নিয়ে আগামীদিনে টান পড়ে যাবে। অতি অল্প সময়ের মধ্যে দ্রুত নিজের কাজ করে দেয় এআই। এই বিষয়ে চিন্তা জানিয়েছে গুগল সিইও সুন্দর পিচাই। তাই এই বিষয়ে আরও উদ্বেগ বাড়বে বলে মনে করা হচ্ছে।
কৃত্রিম মেধার প্রভাব আগামী দিনে বিপুল ভাবে চাকরির বাজারে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন মহল। একটি সমীক্ষা সামনে এসেছে। সেই সমীক্ষা বলছে আগামী ৫-১০ বছরের মধ্যে বিশ্বে ৩০ কোটি চাকরির উপরে কৃত্রিম মেধার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হবে বলেও মনে করা হচ্ছে।
বর্তমানে যে যে ধরনের কাজ হয়, তার অনেকগুলিই এআই করতে পারবে। ফলে সেই সব চাকরির বড় অংশই বিলুপ্ত হবে। যাদের অধিকাংশই হবে অফিসের কাজ যেগুলিতে শিক্ষাগত যোগ্যতা বেশি লাগে। উদাহরণ হিসেবে বিজ্ঞাপন এবং বিপণন জগতের কথা তুলে ধরা হয়েছে । ইতিমধ্যেই বিজ্ঞাপন বা বিপণনের একটা অংশ কৃত্রিম মেধার মাধ্যমে তৈরি করা যায়। সেই অনুপাত ২০২৫ সালে ৩০ শতাংশে দাঁড়াতে পারে।
তাই যারা কোডের কাজ করেন তারা বিশেষ ক্ষতিগ্রস্ত হতে পারেন এর ফলে। শুধু ভারতের মত বিশাল দেশে নয়। বিদেশের মাটিতে এই এক ধরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
