আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। আহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।
এরপরই দিল্লিতে এয়ার ইন্ডিয়ার সমস্ত স্টাফদের জরুরি ভিত্তিতে আহমেদাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর অনুসারে এই অভিশপ্ত বিমান দুর্ঘটনার পরই দিল্লিতে থাকা এয়ার ইন্ডিয়ার অন্য সদস্যদের আহমেদাবাদে দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদের মধ্যে থাকছে বিমানের পাইলট, কেবিন ক্রু, বিমান সেবিকা সকলেই। সেখানে যাতে কোনও ধরণের অসুবিধা না হয় সেজন্য আগে এই ব্যবস্থা করেছে। সকলকেই ইতিমধ্যে ইমারজেন্সি মেসেজ করেছে এয়ার ইন্ডিয়া। তাদের মধ্যে কাউকে আবার ফোন করে এই পরিস্থিতিতে তৈরি থাকতে বলা হয়েছে।
আহমেদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনায় ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। বহু মৃত্যুর আশঙ্কা। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান।
বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরেই তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লন্ডনগামী বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে ব্রিটিশ সরকারও। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তারা। ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে সরকারের তরফে।
ডিজিসিএর তরফে জানানো হয়েছে, টেকঅফের ৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে বিমানটি। ভয়াবহ দুর্ঘটনার পরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। সমস্ত উড়ান পরিষেবা আপাতত স্থগিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন রামমোহন নায়ডুর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুই মন্ত্রীকে অবিলম্বে আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯০ জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভদোদরা থেকে আরও ৯০ জনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা।
আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে।
