আজকাল ওয়েবডেস্ক: এক আমেরিকান মহিলার কাশ্মীরি কনের সাজে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। একটি ভাইরাল ভিডিওতে সেই সাজের দৃশ্য দেখা গিয়েছে। সাবিয়া বেগ নামে এক মেক আপ আর্টিস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিও। কনের সাজে শিকাগোর বাসিন্দা ওই মহিলা ইন্টারনেটে ঝড় তুলেছেন। 

 

প্রকাশিত হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে কনেকে হলুদ লেহেঙ্গা পরতে। সঙ্গে রয়েছে নেকলেস এবং ঝুমকা। হলুদের ওপর সবুজ রঙের নেকলেস ফুটেছে ভীষণ ভাল। কানে যা অলঙ্কার ছিল সেটা সাধারণত মহিলারা বিয়ের দিন থেকেই পরে থাকেন। তবে এইভাবে সাজানোর আগে শিল্পীরা তাঁকে জিজ্ঞেস করেছেন, তিনি কীভাবে সাজতে চান! সাজা শেষ হয়ে গেলে সেই প্রশ্নের উত্তরে ওই মহিলা জানিয়েছেন, এই সাজ তাঁর পছন্দ হয়েছে। 

 

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। একজন মন্তব্য করেছেন, 'তিনি আসলে বরফের রাজকন্যার মতো অপরূপ সুন্দর।' অন্য এক নেটিজেনের মন্তব্য, 'এই রূপ দেখে আমি মুগ্ধ। কী অপূর্ব লাগছে কনেকে।' অন্য একজনের বক্তব্য, 'বিদেশী মহিলার এই রূপ রীতিমতো আকর্ষণীয়।'