আজকাল ওয়েবডেস্ক: ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। বুধবার তিনি গিয়েছিলেন মধ্যপ্রদেশের চিত্রকুটে জগদ্গুরু রামভদ্রাচার্যের আশ্রমে, আধ্যাত্মিক আশীর্বাদ নিতে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শিষ্যকে আশীর্বাদ দিয়েছেন গুরু। তবে তার সঙ্গেই চেয়েছেন গুরুদক্ষিণ। উপেন্দ্রর কাছে গুরু গুরুদক্ষিণায় পাক অধিকৃত কাশ্মীর চেয়েছেন বলে খবর। জানা গিয়েছে, লঙ্কায় যাওয়ার আগে হনুমানকে যে রামমন্ত্র দেওয়া হয়েছিল, উপেন্দ্রকেও সেই মন্ত্র দেওয়া হয়েছে।
পহেলগাঁও হামলা, তার পরেই ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। পহেলগাঁও হামলার পর, আরও তীব্র হয়েছে পিওকে ভারতের অধীনে আনার বিষয়। এসবের মাঝেই সেনা প্রধানের কাছে গুরুদক্ষিণায় পিওকে চাইলেন গুরু। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে তা হবে সন্ত্রাসবাদ নিয়ে, কথা হবে পিওকে নিয়ে।
উল্লেখ্য, জগদ্গুরু রামভদ্রাচার্য একজন বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক নেতা, সংস্কৃত পণ্ডিত এবং দার্শনিক। একাধিক বই লিখেছেন তিনি ইতিমধ্যে। রামভদ্রাচার্য উপেন্দ্রর সঙ্গে সাক্ষাতের পর, নিজেই জানিয়েছেন, সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় যাওয়ার আগে হনুমান যে রাম মন্ত্র দিয়ে দীক্ষা পেয়েছিলেন, সেনা প্রধানকেও সেই একই দীক্ষা (দীক্ষা) দিয়েছেন। তাঁরা একটি আধ্যাত্মিক আলোচনা করেছিলেন এবং সেনাপ্রধান আশ্রমে সাধু-সন্ত এবং ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেছিলেন বলেও জানান তিনি।
