আজকাল ওয়েবডেস্ক: বৃন্দাবনের মথুরার বাঁকে বিহারী মন্দির গত দু'দিন ধরে সংবাদ শিরোনামে। একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, চরণামৃত ভেবে এসির জল পান করছেন ভক্তরা। সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। 

 

 

সেই ভিডিও নিয়ে এবার মুখ খুললেন বাঁকে বিহারী মন্দিরের পুরোহিত শালু গোস্বামী। তাঁর দাবি, যারা একে এসির জল বলছেন, তারা না জেনে এই কথা বলছেন। একইসঙ্গে তাঁর মন্তব্য, যারা এই গুজব ছড়িয়েছে তারা ধর্মকে অশ্রদ্ধা করছে। 

 

 

তাহলে ভিডিওতে প্রকাশিত যে একটি হাতির মুখাকৃতি পাইপ থেকে জল বেরোচ্ছে সেটা কীসের? যে জল সকল পুণ্যার্থী চরণামৃত ভেবে খাচ্ছেন। মন্দিরের সেবায়েত জানাচ্ছেন, এটা যেমন এসির জল নয়, তেমন কোনও সাধারণ জলও নয়। বাঁকে বিহারীকে স্নান করানো হলে বা গর্ভগৃহ পরিষ্কার করা হলে এই জল ড্রেনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ভগবানকে স্নান করাতে যে জল ব্যবহার করা হয় তা অমৃতের চাইতে কম নয়, এমনই দাবি তাঁর। 

 

 

প্রসঙ্গত, গত দু'দিন আগে ভাইরাল হয় একটা ভিডিও। দেখা যায় থিকথিক করছে ভিড়। সকলের মধ্যে রয়েছে উসখুসানি। কম বেশি সকলের হাতেই রয়েছে ছোট ছোট চায়ের কাপ। তাতে চা নেই। ওই কাপ একজন করে ধরছেন দেওয়ালের গায়ে। সেখানে বেরিয়ে আছে পাইপের কিছু অংশ। সেখান দিয়ে বেরোচ্ছে জল। চরণামৃত ভেবে তাই সানন্দে পান করছেন ভক্তরা। যাদের জোটেনি কাপ তারা হাতে করে নিচ্ছেন জল। তারপর মাথায় ঠেকিয়ে মুখে নিচ্ছেন। মুখে ফুটছে এক তৃপ্তির হাসি। ঘটনাটি ঘটেছে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৩.৮ মিলিয়ন ভিউ হয়েছে। 

 

 

ভিডিও শেয়ার হয় বহু জায়গায়। এক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বলা হয়, এসির দূষিত জল খেলে শরীরে বিপদ বাঁধতে পারে। হতে পারে ফাংগাস ইনফেকশন থেকে স্নায়ুপেশির সমস্যা পর্যন্ত। অবশেষে জানা গেল রহস্য।