আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বিহারের এক সরকারি তথ্যপ্রযুক্তিবিদ তাঁর পরিবারের সামনে খুন হয়েছে। মুজাফফরপুর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ ডাকাতরা ছুরি দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। ঘটনার জেরে ভীত সন্ত্রস্ত সকলে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কাজী মোহাম্মদপুর থানা এলাকার মাদিপুরের। ভোর ৩টার দিকে মোহাম্মদ মুমতাজকে তাঁর বাড়িতে ছুরির আঘাতে হত্যা করা হয়। ডাকাতরা মুমতাজকে তাঁর স্ত্রী ও সন্তানদের সামনে হত্যা করে। এরপর বাড়ি থেকে সমস্ত  মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়।  

সূত্রে জানা গিয়েছে, মুমতাজকে নিকটতম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অপরাধের অস্ত্র উদ্ধার করেছে। তদন্তকারীদের সহায়তা করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞ এবং একদল কুকুর নিযুক্ত করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে৷