আজকাল ওয়েবডেস্ক : গোয়াতে ঘুরতে যাবেন আর হাতে মদের গ্লাস থাকবে না। সেটা আবার হয় নাকি? কিন্ত এমনই একটি দাবি করলেন গোয়ার এক বিজেপি বিধায়ক। গোয়ার বিজেপি বিধায়ক প্রেমেন্দ্র শেঠ দাবি করলেন গোয়া থেকে মদ খাওয়া বন্ধ করা হোক। এটা একটা ভাল ঘোরার জায়গা। তাই বহু মানুষের আগমন হয়। কিন্তু তাই বলে মদ খেতে হবে এমনটা নয়। মদ এখান থেকে অন্যদের দিয়ে দেওয়া হোক। কিন্তু বিকশিত ভারত গড়ে তুলতে বিকশিত গোয়া দরকার। সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে এখানে মদ বিক্রি আগে বন্ধ করা দরকার। 
এই কথা বলামাত্র তিনি তার নিজের দলের কাছ থেকে কোনও সমর্থন পেলেন না। উল্টে তার দলের অন্য বিধায়করা এর বিরুদ্ধে গেলেন। তারা সামনে কিছু না বললেও পিছনে গিয়ে এর ঘোর বিরোধিতা করলেন। তাঁদের কথায়, গোয়া এমন একটি জায়গা যেখানে এসে মানুষ মদ না খেয়ে থাকতে পারে না। এমনকি যারা মদের নামে পালিয়ে যান তাঁরাও গোয়াতে এসে বেসামাল হয়ে পড়েন। তাই এই ধরণের দাবি মানা উচিত নয়।
যদিও এই দাবিকে সমর্থন করেছে গোয়া আপ। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে গোয়াতে এসে বহু মানুষ উল্টোপাল্টা কাজ করেন। তার একমাত্র কারণ মদ। এছাড়া এখানে অনেক গাড়ি দুর্ঘটনা হয় যার কারণ মদ। তাই বিজেপি বিধায়ক যা বলেছেন তা ঠিক।
এই কথা বলামাত্র তিনি তার নিজের দলের কাছ থেকে কোনও সমর্থন পেলেন না। উল্টে তার দলের অন্য বিধায়করা এর বিরুদ্ধে গেলেন। তারা সামনে কিছু না বললেও পিছনে গিয়ে এর ঘোর বিরোধিতা করলেন। তাঁদের কথায়, গোয়া এমন একটি জায়গা যেখানে এসে মানুষ মদ না খেয়ে থাকতে পারে না। এমনকি যারা মদের নামে পালিয়ে যান তাঁরাও গোয়াতে এসে বেসামাল হয়ে পড়েন। তাই এই ধরণের দাবি মানা উচিত নয়।
যদিও এই দাবিকে সমর্থন করেছে গোয়া আপ। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে গোয়াতে এসে বহু মানুষ উল্টোপাল্টা কাজ করেন। তার একমাত্র কারণ মদ। এছাড়া এখানে অনেক গাড়ি দুর্ঘটনা হয় যার কারণ মদ। তাই বিজেপি বিধায়ক যা বলেছেন তা ঠিক।
