আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর। পহেলগাঁও হামলার পর, ভারতের প্রত্যাঘাত। মোক্ষম জবাব। মাঝরাত্তিরেই তথ্য দিয়ে জানানো হয়, বিস্তারিত বিবরণ দেওয়া হবে বুধবার বেলার দিকে। বুধে অপারেশন সিঁদুরের বিস্তারিত বিবৃতিতে বিদেশসচিব বিক্রম মিস্রির সঙ্গে উপস্থিত ছিলেন উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি। তারপর থেকেই কৌতূহল, তাঁদের নিয়ে। কে এই সোফিয়া? কেই বা উইং কমান্ডার ব্যোমিকা?
ব্যোমিকা সিং। উইং কমান্ডার। ব্যোমিকার অর্থ, যিনি বাস করেন আকাশে। নিজের নামের অর্থকে কর্মজীবনে বহন করছেন উইং কমান্ডার। ছোট বেলার স্বপ্ন থেকে সাফল্যের শিখরে, এক নজরে চিনুন আইএএফ হেলিকপ্টার পাইলট উইং কমান্ডার ব্যোমিকাকে-
স্কুল জীবন থেকে আকাশের প্রতি টান অসম্ভব। সপ্ন দেখতেন আকাশে ওড়ার।
ইংরেজিতে স্নাতক ব্যোমিকা, পরিবারের প্রথম, যিনি সশস্ত্র বাহিনীতে যোগ দেন।
ব্যোমিকার ২৫০০ ঘন্টারও বেশি সময় ধরে উড়ান চালনা করার রেকর্ড রয়েছে।
জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব সহ ভারতের সবচেয়ে প্রতিকূল ভূখণ্ডে চেতক এবং চিতার মতো বিমান পরিচালনা করেছেন।
 
 ২০২০ সালের নভেম্বরে, তিনি অরুণাচল প্রদেশে একটি গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর।
২০২১ সালে ব্যোমিকা ২১,৬৫০ ফুট উঁচু হিমালয় শৃঙ্গ মাউন্ট মণিরং-এর ত্রি-সেনাবাহিনীর সর্ব-মহিলা অভিযানের অংশ ছিলেন।
