আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস। মৃত অন্তত ৩০। আহত বহু। জারি রয়েছে উদ্ধারকাজ। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।


উত্তরাখণ্ডের পাউরি জেলায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। বরযাত্রী বোঝাই বাসটি হরিদ্বার থেকে যাচ্ছিল পাউরির বিরনখাল গ্রামে। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাউরি জেলার কাছে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রীতু খান্ডুরী। কিন্তু স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।


রাত সাড়ে আটটা নাগাদ পাউরি জেলার সিমান্ডি গ্রামের কাছে ঘটনাটি ঘটে। জানা গেছে বাসে অন্তত ৪০–৫০ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা বাসযাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। শনিবার সকালেও উদ্ধারকাজ জারি রয়েছে।