আজকাল ওয়েবডেস্ক:‌ বাজেট পেশের আগেই কমল গ্যাস সিলিন্ডারের দাম। ৭ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১ ফেব্রুয়ারি শনিবার থেকে সিলিন্ডারপিছু ৭ টাকা করে কমেছে গ্যাসের দাম। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে ৬২ টাকা বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল। 


এটা ঘটনা গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লাগাতার বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। যার ফলে রেস্তরাঁয় খাবারের দাম বেড়েছিল। ভোগান্তি হয়েছিল আমজনতার। তবে নতুন বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। জানুয়ারি মাসে ১৪.৫০ টাকা কমেছিল প্রতি সিলিন্ডারের দাম। এবার ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের দাম আরও ৭ টাকা কমল। 


রাজধানী দিল্লিতে শনিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৭৯৭ টাকা। কলকাতায় সেটা ১৯০৭ টাকা। মুম্বই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৭৪৯.৫০ টাকা এবং ১৯৫৯.৫০ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থদের ব্যবহৃত ডোমেস্টিক এলপিজি অর্থাৎ রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় দাম এখন ৮২৯ টাকা।