আজকাল ওয়েবডেস্ক: দ্রুত পদত্যাগ না করলে বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের! এবার যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি এল মুম্বই পুলিশের কাছে। এরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই পুলিশ ট্রাফিক কন্ট্রোল সেল জানিয়েছে, শনিবার সন্ধেয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি দিয়ে ফোন আসে। অচেনা নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। দশদিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে তাঁর পরিণতি বাবা সিদ্দিকির মতো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি দ্রুত জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। যার পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি নম্বরটি খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ১২ অক্টোবর দশেরার দিন ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে বাজি ফাটানোর সময় বাবা সিদ্দিকি খুন হয়েছিলেন। তিন যুবক দূর থেকে প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতাকে গুলি করে হত্যা করে। খুনের ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার দিন কয়েকের মধ্যেই ঘনঘন প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেতা সলমন খান ও জিশান সিদ্দিকি। সলমনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ইতিমধ্যেই গত সপ্তাহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মুম্বইয়ের, অন্যজন নয়ডার বাসিন্দা।
