আজকাল ওয়েবডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। বুধবার দুপুর নাগাদ দিল্লির আশপাশে অনুভূত হয়েছে ভূ-কম্পন। ভূমিকম্পের উৎসস্হল পাকিস্তান বলে জানা গিয়েছে।

 

 

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ধরা গিয়েছে ৫.৮। দিল্লিতে এই মাত্রা ছিল ২.৪। অনুভূত হয়েছে মৃদু কম্পন। কোনও হতাহতের খবর মেলেনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্হল পাকিস্তানের কারোর শহর থেকে ২৫ কিলোমিটার আরও দক্ষিণ-পশ্চিমে এবং মাটি থেকে ৩৩ কিলোমিটার গভীরে। এদিনের এই ভূমিকম্পে কেঁপেছে পাকিস্তানের পাশাপাশি কেঁপেছে আফগানিস্তানও। ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২ টা ৫৮ এর দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। 

 

 

ভারতের মধ্যে দিল্লি ছাড়াও মূলত উত্তর পশ্চিম ভারতের গুজরাত, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর এবং উত্তরপ্রদেশে অনুভূত হয়েছে এই কম্পন। দুসপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল দিল্লি। এর আগে ২৯ আগস্ট হয় ভূমিকম্প। সে বার আফগানিস্তান ছিল উৎসস্হল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। 

 

 

এদিন দিল্লির বাসিন্দা টের পান ভূমিকম্প হচ্ছে বলে। রাজস্থানের বিকানিরে চেয়ার, টেবিল দুলতে শুরু করে বলে জানা গিয়েছে। 

 

 

পৃথিবীর অভ্যন্তরে সাতটি টেকটোনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি অনবরত ঘুরতে থাকে। যখন এই প্লেটগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়। যখন তারা একে অপরের উপর উঠে যায় বা দূরে সরে যায়। একেই ভূমিকম্প বলে। 

 


বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশটিকে চারটি সিসমিক জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে দিল্লি অবস্থিত চতুর্থ সিসমিক জোনে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দিল্লিতে ভূমিকম্পের কবলে পড়ার হার তুলনামূলক বেশি।