আজকাল ওয়েবডেস্ক: ভারতে পাক ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলার জের। সংবাদ মাধ্যম সূত্রে খবর,  পাল্টা আক্রমণ করেছে ভারত। দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যম সম্প্রচার করেছে, লাহোর ও ইসলামাবাদে পাল্টা জবাব দিয়েছে ভারত। কিন্তু সেনা বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। সেই সূত্রে আরও খবর মিলেছে বৃহস্পতিবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে পাকিস্তান সরকার। 

একটি সংবাদ মাধ্যম সূত্র মোতাবেক খবর, ভারতীয় বিমান বাহিনীর পর নৌবাহিনীও সক্রিয় হয়ে উঠেছে। আরব সাগরে মোতায়েন আইএনএস বিক্রান্ত করাচিকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে। নৌবাহিনীর আক্রমণের জেরে করাচি বন্দর-সহ শহরে ব্যাপক আগুন লেগেছে। যদিও এই বিষয়ে নৌ বাহিনির তরফ থেকে কিছু বলা হয়নি। 

বৃহস্পতিবার টানা দ্বিতীয়বার পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক স্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে পাক হামলা প্রতিহত করেছে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করেছে।

 

?ref_src=twsrc%5Etfw">May 8, 2025

আরএস পুরা সেক্টর থেকে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে কুপওয়ারা এবং বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পাকিস্তানের পক্ষ থেকে তীব্র গুলিবর্ষণ চলছে। ভারতীয় সেনাবাহিনীও প্রতিশোধ নিচ্ছে। পাকিস্তান সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা এবং আর্নিয়া সেক্টর লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার সবকটিই ভারতের এস-৪০০ সিস্টেম দিয়ে প্রতিহত করেছে। 

বুধবার রাতে ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করে পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা সেই ছক বানচাল করে দেয়। ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে অবন্তিপুরা, শ্রীনগর, জম্বু, পঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্ডা, এবং চণ্ডীগড়-সহ মোট মোট ১৫টি সেনা ছাউনি। যা বানচাল করে দিয়েছে ভারত। 

পাকিস্তানের কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রাডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

এরপরই সন্ধ্যার দিকে দেশের একাধিক জায়গায় লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা। তবে তাদের এই নাশকতার উদ্দেশ্য আবারও ব্যর্থ করেছে ভার‍ত। পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০ সিস্টেম। শুরুতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। তারপরই  সম্পূর্ণ ব্ল্যাকআউট  করে দেওয়া হয়েছে এলাকা। এছাড়াও রাজস্থানের বিকানের, পাঞ্জাবের জলন্ধর, রাজস্তানের জয়সলমীর, গুরাটের কচ্ছ অন্ধকার করে দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী কচ্ছের সমস্ত গ্রাম অন্ধকারে ডুবে গিয়েছে।

এই হামলার কড়া জবাব দিল ভারতীয় বাহিনী। 

এদিকে পাকিস্তানের হামলার পর ভারতের একাধিক অঞ্চল ব্ল্যাকআউট করা হয়েছে-

জম্মু ও কাশ্মীর: জম্মু, উধমপুর, কিশ্তওয়ার, আখনুর, সাম্বা, শ্রীনগর এবং অনন্তনাগ
রাজস্থান: বারমের, বিকানের এবং শ্রী গঙ্গানগর
পাঞ্জাব: চণ্ডীগড়, মোহালি, জলন্ধর, অমৃতসর, হোশিয়ারপুর, গুরুদাসপুর এবং পাঠানকোট
গুজরাট: ভূজ এবং কচ্ছ