আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় পেট্রোলপাম্পে এসে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে, হায়দরাবাদের নচরাম এলাকার একটি পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, অভিযুক্ত চিরন নামে ওই ব্যক্তি হাতে সিগারেট এবং লাইটার নিয়ে পেট্রোল পাম্পে আসেন।
তা দেখে পাম্পেরই এক কর্মী অরুণ মজার ছলে চিরনকে প্রশ্ন করেন, পাম্পের মধ্যেই তিনি সিগারেট জ্বালানোর পরিকল্পনা করছেন কিনা। এরপরেই চ্যালেঞ্জের সুরে চিরনকে তিনি বলে বসেন, সাহস থাকলে জ্বালিয়ে দেখাতে। এর প্রতিক্রিয়ায় চিরণ লাইটার জ্বালিয়ে দেন, যখন কর্মচারী স্কুটারে পেট্রোল ঢালছিলেন। ফলে, হঠাৎ করেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
ঘটনার সময় পেট্রোল পাম্পে ১০ থেকে ১১ জন মানুষ ছিলেন, যার মধ্যে দুজন কর্মচারীও ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মহিলা এবং একটি শিশু আগুনের কাছ থেকে অল্পের জন্য রক্ষা পান। অন্যান্যদের দৌড়ে পালাতে দেখা যায়। পুলিশ চিরণ সহ পাম্পের কর্মী অরুণকেও গ্রেপ্তার করেছে। আগুন এবং বিস্ফোরক বস্তু অপব্যবহারের অভিযোগ এনেছে। দুই অভিযুক্ত বিহারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাদের আদালতে তোলা হবে।
