আজকাল ওয়েবডেস্ক : বর্তমানে হল ডিজিটাল যুগ। এখানে হাতের কাছে রয়েছে সব জিনিস। একটিমাত্র ক্লিক করলে সব কাজ অতি সহজে হয়ে যায়। কিন্তু এই যুগের সঙ্গে তাল রেখে আরও আপডেট হয়েছে সাইবার প্রতারণা। রোজ নতুন ছক আবিষ্কার করে সাইবার প্রতারণা করা হচ্ছে। একবার ভেবে দেখুন আপনার সারা জীবনে যে টাকা আপনি ইপিএফও জমা করেছেন সেটা যদি এক নিমিষে হারিয়ে যায়।
সম্প্রতি এক মহিলার কাছে একজন ফোন করে। নিজেকে সরকারি অফিসার বলে পরিচয় দেয়। এরপর কায়দা করে তার ওটিপি হাতিয়ে নিয়ে তার একাউন্ট ফাঁকা করে দেয়। চিন্তা করে দেখুন আপনার সঙ্গে হতে পারে এই ঘটনা। কীভাবে নিজেকে বাঁচাবেন।
প্রতিনিয়ত নিজের একাউন্ট চেক করুন। সেখানে ব্যালান্স ঠিক আছে কিনা দেখে নিন। নিজের মোবাইল নম্বর এবং ইমেইল আপডেট রাখুন। এর ফলে আপনি সব নোটিফিকেশন পাবেন।
ইউসার নাম, পাসওয়ার্ড এমন দিন যেন কেউ সহজে নিতে না পারে। কাউকে ওটিপি, প্যান, আধার নম্বর শেয়ার করবেন না। কোনও প্রতিষ্ঠান কখনো আপনাকে ফোন করতে পারে না। এটা মাথায় রাখুন। উল্টোপাল্টা ওয়েবসাইট গিয়ে ক্লিক করবেন না।
যদি সন্দেহ হয় তাহলে হেল্পলাইন নম্বর ফোন করুন। সেইমতো ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। নিজে সতর্ক থাকুন। নিজের টাকা সুরক্ষিত রাখুন।
