আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌অপারেশন সিঁদুর’‌। মধ্যরাতে পাকিস্তানে হানা ভারতীয় সেনার। ইসলামাবাদ দাবি করেছে হামলায় মৃত অন্তত আট জন। 


প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন ২৫ পর্যটক ও স্থানীয় এক বাসিন্দা। এরপরই ফুঁসছিল ভারত। অবশেষে নিল বদলা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনা জানিয়েছে, ‘‌অপারেশন সিঁদুর’‌–এ মোট ন’‌টি জায়গায় আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। বিবৃতিতে দাবি করা হয়েছে, কোনওভাবেই পাকিস্তানের সেনার কোনও কাঠামোয় আঘাত হানা হয়নি। আবার ইসলামাবাদ দাবি করেছে, ‘‌পাকিস্তানের মোট ছয়টি স্থানে ২৪টি আঘাত হানা হয়েছে। এই ২৪টি আঘাতে আটজন পাকিস্তানি শহীদ হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন এবং দু’‌জন এখনও নিখোঁজ।


ভারতের এই প্রত্যাঘাতে কী বলছে জঙ্গি হামলায় মৃতদের পরিবারের সদস্যরা?‌ পহেলগাঁওয়ে হামলায় মারা গিয়েছিলেন সন্তোষ জাগদালে। তাঁর কন্যা অস্বরী জাগদালে সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘এই খবরে আনন্দে কেঁদে উঠেছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বদলা নিয়েছেন। এই অপারেশনের যে নাম দেওয়া হয়েছে তাতে আমাদের কান্না থামছে না। জঙ্গি হানায় যে বোনেদের সিঁদুর মুছে গেছে, সেই সন্ত্রাসবাদীদের নয়টি জায়গায় আঘাত হেনেছে ভারতীয় সেনা। এটা একটা আলাদা অনুভূতি। আমাদের চোখের এই আনন্দের জল সহজে থামবে না।’‌ জঙ্গি হামলায় মৃত শুভম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী বলেছেন, ‘‌সারাক্ষণ এই খবরের দিকে নজর রেখেছিলাম। ভারতীয় সেনাকে স্যালুট জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসংখ্য ধন্যবাদ। পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য সেনাকে ধন্যবাদ। আমার গোটা পরিবার এই খবর শুনে আনন্দে কাঁদছে।’‌


পরিবারের আর এক সদস্য মনোজ দ্বিবেদী বলেছেন, ‘‌২২ এপ্রিল আমাদের সন্তান যখন মারা গেল। তখনই বলেছিলাম এর উপযুক্ত বদলা ঠিক নেবে সরকার। নিশ্চিত ছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ নির্মূল করতে কঠোর পদক্ষেপ নেবেন। ভারতীয় সেনা প্রকৃত শ্রদ্ধা জানাল আমাদের সন্তানকে।’‌ 


এদিকে জম্মুর স্থানীয় বাসিন্দারা ‘‌ভারতীয় সেনা জিন্দাবাদ’‌, ‘‌ভারত মাতা কি জয়’‌ স্লোগান তুলে বীর যোদ্ধাদের স্যালুট জানিয়েছে। জম্মুর এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘‌পাক আক্রমণের এই জবাব দেওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনাবাহিনীর উপর আমরা কৃতজ্ঞ।’‌ 

কেরলের কোচির বাসিন্দা নিহত এন রামচন্দ্রনের মেয়ে আরতি মেনন বলেন, ‘আমাদের ক্ষতি অপূরণীয়। তবে আজ আমরা গর্বিত। দু’হাত জোড় করে মোদীকে ধন্যবাদ জানাই।’ নিহত সন্তোষ জাগদালের স্ত্রী প্রগতি জাগদালে বলেছেন, ‘‌জঙ্গিরা যেভাবে আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছে, তার পর এটি একটি উপযুক্ত জবাব। এই অভিযানের কথা শুনে চোখে জল এসে গিয়েছিল। ভারতীয় সেনাকে ধন্যবাদ।’‌ নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী বলেছেন, ‘‌আমার স্বামীর মৃত্যুর বদলা নেওয়ায় সরকারকে ধন্যবাদ।’‌ কৌস্তুভ গানবোতের স্ত্রী সঙ্গীতা বলেছেন, ‘‌অপারেশন সিঁদুর। আমাদের সম্মান জানানোর জন্যই এই নাম। ভারতীয় সেনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।’‌