আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাত্র তিন মাসেই মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মকরন্দ পাটিল। বিধান পরিষদে এক লিখিত উত্তরে তিনি জানান, আত্মহত্যার ঘটনাগুলির মধ্যে ৩৭৩টি ক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে, ২০০টি ক্ষেত্রে যোগ্যতা স্বীকার করা হয়নি, এবং ১৯৪টি ঘটনা এখনও তদন্তাধীন।
যোগ্য বিবেচিত ৩৭৩টি ঘটনার মধ্যে ৩২৭টি পরিবারকে এক লক্ষ টাকার সরকারি আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালে মহারাষ্ট্রে ২,৬৩৫ জন কৃষক আত্মহত্যা করেন, আর ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২,৮৫১।
এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভায় বিরোধীরা বুধবার (৩ জুলাই) কৃষক আত্মহত্যা এবং সয়াবিন চাষিদের ফসলের দাম না পাওয়া নিয়ে প্রতিবাদ জানান ও ওয়াকআউট করেন। কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন, “প্রতিদিন কৃষকরা আত্মহত্যা করছেন, অথচ সরকার নির্বিকার।"
