আজকাল ওয়েবডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার নিয়ে এসেছে। সিনিয়র সিটিজেন থেকে শুরু করে জেনারেল সিটিজেন সকলেই এরফলে উপকৃত হবেন। এসবিআই সিনিয়র সিটিজেনদের জন্য অমৃত বৃষ্টি স্কিম নিয়ে এসেছে।

 

এখানে ৪৪৪ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.৭৫ শতাংশ। এছাড়া যদি সিনিয়র সিটিজেনরা ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তবে সুদ পাবেন ৭.৩০ শতাংশ। যদি তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা হয় তবে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ।

 

যদি সিনিয়র সিটিজেনরা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তবে ৭.৫০ শতাংশ হারে সুদ পাবেন। এছাড়া থাকবে ট্যাক্স বেনিফিটও। যদি জেনারেল সিটিজেনরা ফিক্সড ডিপোজিট করেন তবে অমৃত বৃষ্টি স্কিমে তারা সুদ পাবেন ৭.২৫ শতাংশ।

 

জেনারেল সিটিজেনরা ১ বছরের জন্য সুদ পাবেন ৬.৮০ শতাংশ। যদি জেনারেল সিটিজেনরা ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তবে তারা পাবেন ৬.৭৫ শতাংশ হারে সুদ। যদি জেনারেল সিটিজেনরা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তবে তারা ৬.৫০ শতাংশ হারে সুদ পাবেন। পাশাপাশি পাবেন ট্যাক্স বেনিফিটও।