আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের প্রাক্তন ডিজিপি-কে নৃশংসভাবে খুনের অভিযোগ তাঁর স্ত্রী পল্লবীর বিরুদ্ধে। রবিবার বাড়ি থেকে কর্ণাটকের প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাঁর স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ। প্রাক্তন ডিজিপি-র মূল হত্যাকারী তাঁর স্ত্রী বলেই প্রাথমিক অনুমান পুলিশের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই খুন করা হয় প্রাক্তন ডিজিপি ওম প্রকাশকে। সূত্রের খবর, বিকেলেই স্ত্রীর সঙ্গে তাঁর তুমুল অশান্তি হয়। এরপর প্রথমে লঙ্কার গুঁড়ো ছুড়ে ওম প্রকাশের হাত-পা বেঁধে দেন পল্লবী। তাঁর মাথায় কাঁচের বোতল ভেঙে অজ্ঞান করা হয়। তারপর বুকে-পেটে ছুরির কোপ মেরে তাঁকে খুন করেন।
জানা গেছে, খুনের পর আরেক পুলিশ কর্তার স্ত্রীকে ফোন করেছিলেন পল্লবী। তখনই তিনি জানান, ওম প্রকাশকে খুন করেছেন। সেই পুলিশ কর্তা খবর পেয়েই রবিবার ভোরবেলায় ঘটনাস্থলে আরও পুলিশ নিয়ে পৌঁছন। সেখান থেকে ওম প্রকাশের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ১২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও পল্লবী ও তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। খুনের ঘটনায় মেয়ে কোনোভাবে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, সম্পত্তি ভাগাভাগি ঘিরে ওম প্রকাশ ও পল্লবীর মধ্যে ঝামেলা চলছিল কয়েক মাস ধরে। সম্প্রতি সম্পত্তির কিছু ভাগ ওম প্রকাশ এক আত্মীয়ের নামে লিখে দেওয়ায়, পল্লবী আরও ক্ষুব্ধ হন। তা ঘিরে ঝামেলা হচ্ছিল শনিবার। খুনের পর ওম প্রকাশের ছেলে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত জারি রয়েছে।
