আজকাল ওয়েবডেস্ক: গাজিয়াবাদে সম্প্রতি এক বৃদ্ধাকে তাঁর পুত্রবধূ নির্মমভাবে মারধর করে এবং টেনেহিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। মৌখিক ঝগড়ার পর হঠাৎ এমন আচরণ। ১ জুলাই এই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজ অনুসারে, তিনজন মহিলা মারামারিতে জড়িত ছিলেন। যাঁদের মধ্যে একজন মোবাইল ফোনে পুরো ঘটনাটি ভিডিও করেন। ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য।
ভিডিওটি ১ মিনিট ২৮ সেকেন্ডের। সিসিটিভি রেকর্ডিং শুরু হয় দুইজনের মধ্যে তর্ক-বিতর্কের মধ্য দিয়ে। আকাঙ্ক্ষা নামের ওই যুবতী ও তাঁর শাশুড়ির মধ্যে। দেখা যাচ্ছে আকাঙ্ক্ষা বাইরে থেকে দুটি ছোট ব্যাগ বহন করে ভেতরে ঢুকছে। আকাঙ্ক্ষার মা সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছেন। একটি ক্রস-বডি ব্যাগ এবং একটি মোবাইল ফোন নিয়ে লড়াইটি রেকর্ড করছেন। আকাঙ্ক্ষাকে তাঁর শাশুড়ির দিকে চিৎকার করতে দেখা যায়। ঝামেলা ফোনে রেকর্ড করা হচ্ছে দেখে তিনি উঠে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর এটি নির্যাতনে পরিণত হয়। আকাঙ্ক্ষা দুজনের মাঝখানে এসে তার শাশুড়িকে থাপ্পড় মারেন। তিনি আক্রমণাত্মকভাবে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বারবার মাথায় আঘাত করেন। আকাঙ্ক্ষার মা তাঁর মেয়েকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন।
ভিডিওতে আরও দেখা যায়, আকাঙ্ক্ষা লাথি মেরে শাশুড়িকে সিঁড়ি দিয়ে টেনে নামাতে শুরু করে। এরপরই দরজা খুলে আকাঙ্ক্ষা তাঁর শাশুড়িকে টেনে ঘরের ভেতরে নিয়ে যান।
তদন্তে জানা গিয়েছে, আকাঙ্ক্ষা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আড়াই বছর আগে অন্তরীক্ষের সঙ্গে বিয়ে হয়। অন্তরীক্ষ নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গুরুগ্রামের বাইরে কাজ করেন। এদিকে আকাঙ্ক্ষা বাড়ি থেকে কাজ করেন। গাজিয়াবাদের কবি নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। কারণ এখনও অজানা। তবে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
