আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের পর এবার দিল্লি। স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার নাবালিকা ছাত্রী। অভিযোগের তীর স্কুলেরই সেলফ ডিফেন্স ট্রেনারের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। যা ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা এবং স্কুল পড়ুয়াদের অভিভাবকরা। 

 

শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির সুলতানপুরী এলাকার একটি সরকারি স্কুলে। ওই স্কুলেরই সপ্তম শ্রেণির এক ছাত্রী ক্লাসরুমের মধ্যে যৌন নির্যাতনের শিকার হয়। অভিযোগ উঠেছে ৪৫ বছরের ট্রেনারের বিরুদ্ধে। ওই স্কুলে ছাত্রীদের সেলফ ডিফেন্সের ট্রেনিং দিত অভিযুক্ত। শুক্রবার এই ঘটনার পরেই স্কুল থেকে বাড়িতে ফোন করে জানায় ছাত্রী। বেলা সাড়ে বারোটা নাগাদ থানায় ফোন করে অভিযোগ জানায় পরিবার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীর ফোন পেয়ে প্রথমে স্কুলের প্রিন্সিপালকে সবটা জানায় তার পরিবার। এরপর থানায় অভিযোগ দায়ের করে। নাবালিকা ছাত্রীর বাবা পুলিশকে জানিয়েছেন, যৌন নির্যাতনের পর তাকে হুমকিও দিয়েছে ওই ট্রেনার। বাইরে যাতে কাউকে ফাঁস না করে তার জন্য হুমকি দিয়েছিল। 

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সরকারি স্কুলের শিক্ষক ছিল না। ওই ব্যক্তিকে বেসরকারি সংস্থার তরফে ট্রেনিং দেওয়ার জন্য ওই স্কুলে নিয়োগ করা হয়েছিল। তার বিরুদ্ধে পকসো এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে শনিবারেও বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে দিল্লির শিক্ষামন্ত্রী অতীশী দ্রুত তদন্ত প্রক্রিয়া চালিয়ে রিপোর্ট জমা দিতে বলেছেন।