আজকাল ওয়েবডেস্ক: ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। খেলাধুলা, গল্পগুজব ছেড়ে সারাদিন বইয়ে মুখ গুঁজে পড়াশোনা করত ১৮ বছরের কিশোরী। দিনরাত পড়েও রেজাল্ট খারাপ হয়েছিল। মন মতো নম্বর না পাওয়ায় কিশোরীকে বেধড়ক মারধর করেন বাবা। এর জেরেই মর্মান্তিক পরিণতি তার। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায়। পুলিশ জানিয়েছে, নীলকরনজি গ্রামে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে ১৮ বছরের এক কিশোরীর। দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল সাধনা। নিট পরীক্ষার্থীর প্রস্তুতি নিচ্ছিল। ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার। নিটের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছিল। 

সম্প্রতি নিটের মক টেস্টের ফলাফল প্রকাশ পায়। সাধনার নম্বর খানিকটা কম ছিল। মেয়ের এই পারফরম্যান্সে প্রবল রেগে যান তার বাবা। পরিবারের সকলের সামনেই বেধড়ক মারধর করেন মেয়েকে।‌ অবশেষে পরেরদিন অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

পরিবারের অভিযোগের ভিত্তিতে কিশোরীর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এও জানা গেছে, কিশোরীর বাবা ওই এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক। মেয়েকে মারধরের পরদিন স্কুলে গিয়ে যোগা দিবসের উদযাপনেও সামিল হন।