আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। আগামী মাসে ফের মহার্ঘ্য ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। জানা যাচ্ছে, পরের মাসে ৩% ডিএ বাড়াতে পারে কেন্দ্র। সেপ্টেম্বরে ডিএ বাড়লে মোট ডিএ হবে ৫৩%। তবে কোভিডের সময় যে ১৮ মাসের বকেয়া ডিএ রয়েছে তা কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবারেও পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
সরকারের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। বাদল অধিবেশন চলাকালীন প্রশ্ন উঠেছিল, এবার করোনাকালের ১৮ মাসের বকেয়া মহার্ঘ্য ভাতা কেন্দ্র দেবে কিনা। অর্থমন্ত্রকের তরফে পঙ্কজ চৌধুরী জানান, এবার দেওয়া হবে না বকেয়া ভাতা। করোনার সময় অর্থনৈতিক সমস্যার কারণে বন্ধ রাখা হয়েছিল কর্মীদের মহার্ঘ্য ভাতা।
তবে তিনি জানান, সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে যা ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হয়ে যাচ্ছে। অন্যদিকে, সময় মত অষ্টম পে কমিশন গঠন করবে মোদি সরকার। এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা।
তাঁদের আশা, ১ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে সমস্ত সুপারিশ কার্যকর হবে। কেন্দ্র প্রতি ১০ বছরে নতুন বেতন কমিশনের সুপারিশ গুলি একে একে কার্যকর করেছে। কর্মচারীদের আশা, অষ্টম পে কমিশনেও এই ধারা অব্যাহত থাকবে।
