আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমের মধ্যে বিয়ের অনুষ্ঠান। তুমুল হুল্লোড়, খাওয়াদাওয়ার মাঝেও ভ্যাপসা গরমে অস্বস্তিই হচ্ছিল নিমন্ত্রিতদের। আচমকাই ঘটল বিপত্তি। কুলারের ঠান্ডা হাওয়া নিয়ে ঝামেলা শুরু হল বরযাত্রী ও কনেপক্ষের মধ্যে। সামান্য কথা কাটাকাটি মুহূর্তে বদলে গেল হাতাহাতিতে। শেষমেশ এমন মারপিট শুরু হল, বিয়েবাড়ি একেবারে কুস্তির আখড়ায় পরিণত হল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। পুলিশ জানিয়েছে, ২৮ মে সিপরি বাজার এলাকায় ওই বিয়ের অনুষ্ঠানটি ছিল। সেদিন ভ্যাপসা গরমে অস্বস্তিতে ছিলেন সকলেই। বিয়ের সমস্ত আচার, রীতি পালন করে একসঙ্গে বসেছিলেন বর-কনে। তাঁদের স্বস্তির জন্যেই একটি কুলার রাখা ছিল একপাশে। এদিকে বরযাত্রীদের মধ্যে কয়েকজন সেই কুলারের সামনে এসে বসে পড়েন। কনের আত্মীয়রা তাঁদের খানিকটা সরে বসতে বলেন। যাতে বর-কনে ঠান্ডা হাওয়ায় খানিকক্ষণ জিরিয়ে নেওয়ার সুযোগ পান। তাতেই শুরু প্রচণ্ড ঝামেলা। 

কুলারের ঠান্ডা হাওয়া নিয়েই বর ও কনের আত্মীয়দের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা‌। সেই হাতাহাতিতে যোগ দেন কয়েকজন নিমন্ত্রিতও। প্রায় গোটা বিয়েবাড়ির লোকজন মারপিট শুরু করেন। 

ভিডিওতে দেখা গেছে, কেউ কেউ চেয়ার ছুড়ে মারেন একে অপরের দিকে। কেউ ভাঙচুর করেন। কেউ বা বিয়েবাড়ির সজ্জা নষ্ট করে দেন‌। অন্যদিকে খাবার ফেলে রেখে পালিয়ে যান নিমন্ত্রিতরা। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন কনের আত্মীয়রাও। ভিডিও ফুটেজ নিয়ে বরযাত্রীদের বিরুদ্ধে অভিযোগ জানান। জানা গেছে, সেই হাতাহাতিতে বাইরে থেকে স্থানীয় কয়েকজন লোক যোগ দেন। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।