আজকাল ওয়েবডেস্ক: বিয়ের সব আচার-অনুষ্ঠান সারা। আইনি বিয়েও সেরে ফেলেছিল নবদম্পতি। ফুলশয্যার আগেরদিন ঘটল বিপত্তি। কনের কীর্তিতে রীতিমতো উত্তেজিত বর। ভয়ে, আতঙ্কে তাঁর গায়েও কাঁটা দেয়। সঙ্গে সঙ্গে ছুটে যান বাবার কাছে। তারপরেই জানান, তাঁর স্ত্রী চোর! সবকিছু লুটপাট করে পালিয়েও গেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। পুলিশ জানিয়েছে, রামগোপাল বাঙ্কপুরা গ্রামের বাসিন্দা। বিয়ে হচ্ছিল না বলে তিনি ও তাঁর পরিবার চিন্তায় ছিলেন। হঠাৎ একদিন গ্রামে গোকুল বর্মা নামের এক ঘটকের আগমন হয়। সেই ব্যক্তিই এক তরুণীর ছবি নিয়ে হাজির হন রামগোপালের বাড়িতে। তরুণীকে দেখে সকলের পছন্দ হন।
দেখাশোনার পর ঠিক হয়, রামগোপালের পরিবার দু'লক্ষ টাকা দিলে তবেই বিয়ে হবে। তাতে রাজি হয়ে যায় যুবকের পরিবার। গয়না বিক্রি করে দু'লক্ষ টাকা জোগাড় করে তারা। শেষমেশ রামগোপালের বিয়ের খবর ছড়িয়ে পড়ে গ্রামে। আনন্দে আত্মহারা হয়ে ওঠে পরিবার।
২৩ এপ্রিল দিব্যা নামের তরুণী রামগোপালকে বিয়ে করতে মন্দিরে পৌঁছন। এর আগে তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছিল। মন্দিরে মালাবদল করে, সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। সিঁদুরদান হয় সকলের উপস্থিতিতে। বিয়ের অনুষ্ঠান শেষে রামগোপালের সঙ্গে তাঁর গ্রামে ফিরে যাওয়ার কথা ছিল দিব্যার। সেই সময়েই দিব্যাকে শৌচালয়ে যাওয়ার জন্য এগিয়ে দিতে যান গোকুল।
কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও দিব্যা আর গোকুল ফিরে আসেননি। গ্রামেই খোঁজাখুঁজি শুরু করেন সকলে। কিন্তু তাঁদের আর দেখা পাওয়া যায়নি। এরপর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সোনার গয়না, নগদ টাকা নিয়ে তরুণী ও ব্যক্তি পালিয়ে যান। ভুয়ো পরিচয় দিয়েই বিয়ে সারেন। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
