আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের সঙ্গে হোটেলে একান্ত যাপন। নাচগান, মদ্যপানে মত্ত দুজনে। অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করছেন দুজনেই। সেই মুহূর্তের ভিডিও স্বামীকে পাঠিয়ে দিলেন স্ত্রী। তা দেখেই নিজেকে শেষ করলেন এক যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতাকে। পুলিশ জানিয়েছে, স্ত্রী দিব্যা ও তাঁর প্রেমিক দীপকের কেচ্ছা ফাঁস হতেই আত্মহত্যা করেছেন এক কৃষক। একটি ভিডিও শেয়ার করে আত্মহত্যার কারণ জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, স্ত্রী প্রেমিকের সঙ্গে মিলে দিনের পর দিন মানসিক নির্যাতন করতেন। তার জেরেই এই চরম পদক্ষেপ করছেন তিনি।
ভিডিওবার্তায় যুবক জানিয়েছেন, সেদিন তাঁর স্ত্রী একটি ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। যেখানে দেখা গেছে, দীপকের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করছেন দিব্যা। এমনকী অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। প্রেমিকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এর কয়েক ঘণ্টা পরেই আত্মহত্যা করেন।
যুবক এও জানিয়েছেন, ২০১৯ সালে দিব্যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। এরপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময় দিব্যা জানিয়েছিলেন, তিনি আহমেদাবাদে হোটেল ম্যানেজার হিসেবে কাজ করেন। কিন্তু বিয়ের পর জানান, তিনি মুম্বইয়ে বার ডান্সার হিসেবে কাজ করেন।
যুবক ভিডিওবার্তায় পুলিশি তদন্তের আর্জি জানান। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। দু'জনের কড়া শাস্তির দাবি জানিয়ে চরম পদক্ষেপ করেন তিনি। এ ঘটনায় শোরগোল গোটা এলাকায়।
