আজকাল ওয়েবডেস্ক: সিলিং ফ্যানে লাগানো ছিল আত্মহত্যা প্রতিরোধক যন্ত্র। তা সত্বেও হস্টেলের ঘর থেকে উদ্ধার এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটায় ফের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীর দেহ উদ্ধারকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কোটার বিদ্যান নগর থানা এলাকায়। শুক্রবার ১৬ বছর বয়সি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পড়ুয়া বিহারের বৈশালীর বাসিন্দা ছিল। ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল সে। 

পুলিশ জানিয়েছে, পড়ুয়া একাদশ শ্রেণির ছাত্র ছিল। আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল তার। সেজন্যই প্রস্তুতি নিতে কোটায় এসেছিল। শুক্রবার সকাল থেকে তার কোনও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। হস্টেলের ঘরের দরজা ভেঙে পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পড়ুয়ার পরিবারকেও। ওই হস্টেলের ঘরে সিলিং ফ্যানে আত্মহত্যা প্রতিরোধক যন্ত্র লাগানো রয়েছে। তবুও কীভাবে পড়ুয়া আত্মহত্যা করল, তা ঘিরে ধোঁয়াশায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সহপাঠীদের। 

প্রসঙ্গত, চলতি বছরে এখনও পর্যন্ত কোটায় আত্মঘাতী হয়েছেন ১৭ জন পড়ুয়া। গত বছর ২৬ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছিলেন। কোটায় পড়ুয়াদের আত্মহত্যা রুখতে একগুচ্ছ পদক্ষেপ করা হয়। তার মধ্যে সিলিং ফ্যানে আত্মহত্যা প্রতিরোধক যন্ত্র বসানো হয়। তারপরেও আত্মহত্যার ঘটনা অব্যাহত।