আজকাল ওয়েবডেস্ক: লাদাখের মানচিত্রে বদল আনল কেন্দ্র। নতুন পাঁচটি জেলার নাম ঘোষিত হল আজ। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন লাদাখের নতুন পাঁচটি জেলার নাম। এই পাঁচটি জেলা হল, জ়াংস্কার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং। 

 

সমাজমাধ্যমে লাদাখের নতুন পাঁচটি জেলার নাম ঘোষণা করে অমিত শাহের বক্তব্য, উন্নত পরিষেবা প্রদানেই বদ্ধপরিকর মোদি সরকার। সেই লক্ষ্যেই লাদাখে জ়াংস্কার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং পাঁচটি জেলায় ভাগ করা হল। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষ আরও সহজে সরকারি পরিষেবা পাবেন। 

 

সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একটি পোস্ট করেছেন। তাঁর বক্তব্য, 'উন্নত প্রশাসন ও উন্নয়নের স্বার্থে লাদাখের এই পরিবর্তন আনা হয়েছে। জ়াংস্কর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং-কে এবার জেলা হিসেবে আরও বেশি নজর দেওয়া হবে। সাধারণ মানুষের কাছে সমস্ত সরকারি পরিষেবা আরও সহজভাবে পৌঁছে যাবে। লাদাখের মানুষকে অনেক অভিনন্দন জানাই।' 

 

প্রসঙ্গত, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর জম্মু-কাশ্মীর, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। ২০১৯ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে লাদাখ। এতদিন পর্যন্ত লাদাখে দু’টি জেলা ছিল— লেহ এবং কার্গিল। এবার কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন পাঁচটি জেলা ভাগ হল।