আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সীমান্ত বরাবর আন্তর্জাতিক সীমানা (IB) ও নিয়ন্ত্রণ রেখা (LoC)-র মোট ২৬টি স্থানে ড্রোনের উপস্থিতি শনাক্ত হয়েছে, যার মধ্যে কিছু ড্রোন সশস্ত্র বলেও সন্দেহ করা হচ্ছে। ড্রোন দেখা গেছে জম্মু ও কাশ্মীরের বারামুলা, শ্রীনগর, আওয়ান্টিপোরা, নাগরোটা এবং পাঞ্জাব ও রাজস্থানের ফেরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমের, বাড়মেড়, গুজরাটের ভূজ, কুয়ারবেট ও লক্ষী নালার মতো স্পর্শকাতর এলাকায়।

 পাঞ্জাবের ফেরোজপুরে এক বেসামরিক আবাসিক এলাকায় সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়, যার ফলে এক পরিবারের কয়েকজন সদস্য আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এলাকা নিরাপদ করতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সমস্ত সম্ভাব্য আকাশপথের হুমকি শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আধুনিক কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে এসব ড্রোনকে পর্যবেক্ষণ ও মোকাবিলা করা হচ্ছে।

সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

সরকার ও নিরাপত্তা বাহিনী আশ্বস্ত করেছে যে আতঙ্কের কোনো কারণ নেই, তবে অতিরিক্ত সতর্কতা এবং সাবধানতা জরুরি।