আজকাল ওয়েবডেস্ক: প্রথম স্ত্রী'কে নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকেন স্বামী। তা নিয়েই মূলত ঝামেলা। দ্বিতীয় স্ত্রী'র ধারণা, নিশ্চয়ই স্বামী এখনও তাঁর প্রথম স্ত্রী'কেই ভালবাসেন। রাগে, ক্ষোভে শেষমেশ চরম পদক্ষেপ করলেন দ্বিতীয় স্ত্রী। দীপাবলির রাতে রণংদেহি মেজাজে ধরা দিলেন ২২ বছরের তরুণী। স্বামীর প্রথম স্ত্রী'কে কুপিয়ে খুনের চেষ্টা করলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। রামবাবু বর্মা নামের এক যুবক, মানসী ও জয়ার সঙ্গে বিয়ে করেন। তবে দুই বউয়ের মধ্যে ভাল সম্পর্ক কোনওকালেই ছিল না। দীপাবলির রাতেও দুইজনের মধ্যে তুমুল ঝামেলা হয়। বাকবিতণ্ডা থেকে জয়ার উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান মানসী। 

 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মানসী ও জয়ার মধ্যে তুমুল ঝামেলা হয়েছিল। যার পরেই জয়াকে খুনের চেষ্টা করেন মানসী। অন্ততপক্ষে ৫০বার তাঁকে কুপিয়ে খুন করার চেষ্টা করেন। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। স্থানীয় সূত্রে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় জয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তারা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। খুনের চেষ্টার ঘটনায় মানসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

পুলিশকে রামবাবু জানিয়েছেন, জয়া তাঁর প্রথম স্ত্রী। কিন্তু বিয়ের পর থেকে নানা অসুখে ভুগতেন তিনি। অসুস্থতার কারণে সন্তান ধারণ করতে পারেননি। অবশেষে মানসীকে বিয়ের সিদ্ধান্ত নেন। তারপরেও জয়া অসুস্থ হলে তিনি দেখভাল করতেন। যা সহ্য করতে পারতেন না মানসী। এই থেকেই দুইজনের মধ্যে ঝামেলা হত।