আজকাল ওয়েবডেস্ক: একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে প্রয়াগরাজের মহাকুম্ভে। প্রথমে অগ্নিকাণ্ড, এরপরে পদপিষ্টের ঘটনা। এবার বসন্ত পঞ্চমীর দিন বেলুন বিস্ফোরণ। সোমবার বিকেলে মেলাপ্রাঙ্গণের ২০ নম্বর সেক্টরে আখাড়া মার্গের কাছে একটি বিজ্ঞাপনের বেলুন বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ছয় জন পূণ্যার্থী গুরুতর আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। কী ভাবে বেলুন বিস্ফোরণ হল, এখন তা খতিয়ে দেখছে পুলিশ। 

সোমবার বসন্ত পঞ্চমীর দিন শাহিস্নানের ভিড় ছিল মহাকুম্ভে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় বেলুনটি ওড়ার সঙ্গে সঙ্গেই সেটিতে আগুন লেগে যায়। বেলুনটিতে ছ'জন সওয়ারি ছিলেন। সকলেই আহত হয়েছেন। তাঁদের প্রথমে মেলাপ্রাঙ্গনের হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের এসআরএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা গ্যাস লিকের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত চলছে।

গত বুধবার অর্থাৎ ২৯ জানুয়ারি রাত ২টো নাগাদ মৌনী অমাবস্যার শাহি স্নানে পদপিষ্টের ঘটনা ঘটে মহাকুম্ভে। সেই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা ১০০-রও বেশি। ওই ঘটনার পরের দিন কুম্ভমেলার সেক্টর ২২-এর একটি তাবুতে আগুন লাগে। ক্রমে সেই আগুন ছড়িয়ে পড়ে। জুনা আখড়ার ১৫টি তাবু ক্ষতিগ্রস্থ হয়েছিল। গত ১৯ জানুয়ারিও আগুন লাগে কুম্ভমেলায়। দু'টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় ১৮০টি তাবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। যদিও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।