আজকাল ওয়েবডেস্ক: ক্লাসরুমে ছাত্র-ছাত্রীরা সকলেই উপস্থিত। বেঞ্চে বসে যে যার মতো বইয়ে মুখ গুঁজে। এদিকে শিক্ষক আরামের ঘুমে আচ্ছন্ন। তাও আবার নাক ডেকে। এই মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়তেই শোরগোল রাজ্যজুড়ে। এমনকী সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঝালনা জেলায়। গাদেগাঁও গ্রামের মারাঠি ভাষার একটি সরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে। শিক্ষকের নাম, ভিকে মুন্ডে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা।
ভিডিওটিতে দেখা গেছে, একটি ক্লাসরুমে বসে রয়েছে ছাত্র-ছাত্রীরা। তারা কেউ চিৎকার, চেঁচামেচি করছে না। সকলেই বেঞ্চে বসে রয়েছে। এদিকে তাদের সামনে শিক্ষক ভিকে মুন্ডে ঘুমাচ্ছেন। চেয়ার হেলান দিয়ে, টেবিলের উপর পায়ে পা তুলে। রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছিলেন তিনি। সেই সময় ক্লাসরুমের দরজা খোলা ছিল। শিক্ষকের ধারণা ছিল, সম্ভবত কেউ দেখতে আসবেন না।
এদিকে যে সময় ক্লাসরুমে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই ঘরের বাইরে একজন দাঁড়িয়ে ভিডিওটি তোলেন। এক ছাত্রীর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, কতক্ষণ ধরে শিক্ষক ঘুমাচ্ছেন? ওই ছাত্রীটি জানায়, আধ ঘণ্টা ধরে নাক ডেকে ঘুমাচ্ছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শিক্ষা দপ্তরের তরফে ডিকে মুন্ডেকে তলব করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন আধিকারিকরা।
