আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালের মধ্যে এবার যৌন নিগ্রহের শিকার পাঁচ বছরের এক শিশুকন্যা। খাবারের টোপ দিয়ে তাকে যৌন হেনস্থা করে ২৫ বছরের এক যুবক। ভয়াবহ এই ঘটনার অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। কেইএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিশুকন্যার মা। সেই ওয়ার্ডেই ভর্তি ছিলেন অভিযুক্তের এক আত্মীয়। ওয়ার্ডের বাইরে সারাদিন বসেছিলেন রোগীর আত্মীয়রা। সেই সময় গল্প করার ফাঁকে শিশুকন্যাকে খাবারের টোপ দিয়ে হাসপাতালের বাইরে নির্জন এলাকায় নিয়ে যায় যুবক। 

 

পুলিশ জানিয়েছে, হাসপাতালের পাশেই শিশুকন্যাকে যৌন নিগ্রহ করে ওই যুবক। শিশু কাঁদতে শুরু করলেই ঘটনাস্থলে হাজির হয় তার পরিবারের লোকজন। এরপর যুবকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করে সে। শিশুকন্যা জানায়, লজেন্স কিনে দেওয়ার নামে হাসপাতালের বাইরে এসে অশ্লীল আচরণ করে যুবক। এমনকী হাসপাতালের মধ্যেও যুবক তাকে উত্যক্ত করে বলে অভিযোগ। 

 

শিশুকন্যাকে নিয়েই থানায় গিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার ঠাকুমা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।