আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকাকে হোটেলের চার তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণীর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বারাণসীর চেতগঞ্জ থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম ফুকরান। তিনি বিহারের ধানবাদের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ (২) এবং ১০৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। চেতগঞ্জের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার গৌরব কুমার জানিয়েছেন, অভিযুক্তকে শনিবার আদালতে পেশ করা হয়েছিল। তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কমিশনার আরও জানিয়েছেন, কী কারণে ওই যুবক তাঁর প্রেমিকাকে ছুঁড়ে ফেলে দিলেন, তা জানার চেষ্টা চলছে। ধৃতকে জেরা করা হচ্ছে।

আহত তরণী বারাণসীর বসন্ত কন্যা মহাবিদ্যালয়ে পড়তেন। তাঁর বাবা জানিয়েছেন, তাঁর কন্যা বারাণসীতে পাঁচ দিন আগে একটি অনুষ্ঠানে এসেছিলেন। তাঁকে অনুসরণ করে অভিযুক্ত যুবকও বারাণসীতে হাজির হন। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী তাঁর বাবাকে জানিয়েছিলেন, এক বন্ধুর বাড়িতে থাকবেন। সেখানে না গিয়ে ফুকরানের সঙ্গে একটি হোটেলে ওঠেন। বার বার বাড়ি ফিরতে চাইলেও ফুকরান নানা অছিলায় তা পিছিয়ে দিতে থাকেন। গত বৃহস্পতিবার বাড়ি ফিরতে জেদ করায় দু'জনের মধ্যে ঝগড়া শুরু হয়। এর পরেই ওই তরুণীকে ধাক্কা মেরে ফেলে দেন ফুকরান। তরুণীর বাবা জানিয়েছেন, তাঁর কন্যার অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।