আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় স্ত্রীকে কুড়ুল দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে৷ ঝাড়খণ্ডের পালামু জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে৷ খবর জানাজানি হতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ ঘটনার তদন্ত শুরু করে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৩০ বছর বয়সী অভিযুক্ত ইতওয়ারিয়া ভূঁইয়া৷ নওদিহা বাজার থানা এলাকার মহুয়ারি গ্রামে সস্ত্রীক বসবাস করত৷ বুধবার রাতে ভূঁইয়া মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে৷ এমন সময়ে তাদের মধ্যে বচসা শুরু হয়৷ উত্তেজিত যুবক কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে৷ চেঁচামেচিতে সন্দেহ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ এরপর পুলিশ এসে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে৷ 

সূত্রে জানা গিয়েছে, স্বামীর মদ্যপানের অভ্যাস নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত। এর ফলেই বুধবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফলস্বরূপ ঝগড়ার সূত্রপাত হয়। রাগের বশে স্বামী তার স্ত্রীকে কুড়ুল দিয়ে হত্যা করে। খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনার তদন্ত জারি রয়েছে৷