আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় এক রোগীকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসা হয়েছিল। রোগীকে কোনও নড়াচড়া করতে না দেখে তাঁকে তড়িঘড়ি মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসক। বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্যের তোড়জোড় করতেই ভাঙল ভুল। বেঁচে রয়েছেন ওই রোগী! অবাক করা কাণ্ড মহারাষ্ট্রের থানেতে। ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে তদন্ত শুরু করা হয়েছে।
৬৪ বছর বয়সী অভিমান তায়াড়ে একজন ক্যানসার রোগী। এর পাশাপাশি, ডায়াবেটিস এবং জন্ডিসেও ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে উলহাসনগরের শিবনেরি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছতেই চিকিৎসক আহুজা তড়িঘড়ি অভিমানকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে দেন।
ডাক্তার চটজলদি ডেথ সার্টিফিকেটও বানিয়ে দেন বলে দাবি করেছে অভিমানের পরিবার। তাঁর ছেলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিবারের লোকজন শেষকৃত্যের প্রস্তুতি সারতে গিয়ে দেখতে পান বাবা জোরে জোরে শ্বাস নিচ্ছেন। এরপর তাঁকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান অভিমান বেঁচে রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে হওয়ার পর, উলহাসনগর পৌর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এবং ভুলভাবে মৃত্যু ঘোষণার তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত ডাক্তারকেও কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। অভিমানের পরিবার কোনও লিখিত অভিযোগ দায়ের না করলেও স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে পুরসভা।
ডা. আহুজার দাবি, তিনি অভিমানের পরিবারকে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট-সহ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রোগীর জন্য কেন ডেথ সার্টিফিকেট জারি করা হয়েছিল তার ব্যাখ্যা দিতে পারেননি। তিনি জানিয়েছেন, রাস্তা নির্মাণের কারণে তিনি হৃদস্পন্দন লক্ষ্য করতে পারেননি এবং ক্ষমা চেয়েছেন।
