আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে। আর দিন কয়েক পরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ২৫ বছরের তরুণীর। তার আগেই ঘটল বিপত্তি। প্রকাশ্যে অ্যাসিড হামলার শিকার তিনি। জনসমক্ষে তাঁর মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় প্রাক্তন প্রেমিক। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৌ জেলায়। পুলিশ জানিয়েছে, তরুণীর চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। বিয়ের দিন এগিয়ে আসায়, প্রস্তুতিও চলছিল তুঙ্গে। তরুণীর বাবা মারা গেছেন একবছর আগে। তাঁর ভাই ছোট। তাই নিজের বিয়ের আয়োজন তাঁকেই করতে হচ্ছিল।
বৃহস্পতিবার ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন। ২০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর পথ আটকে দাঁড়ায় কয়েকজন বাইক আরোহী। তাদের মধ্যেই ছিল তরুণীর প্রাক্তন প্রেমিক। বিয়ে ভেস্তে দেওয়ার জন্য তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে তারা পালিয়ে যায়। তড়িঘড়ি তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ জানিয়েছে, তরুণীর মুখের একপাশ, কাঁধ, গলা, শরীরের উপরিভাগ অ্যাসিডে পুড়ে ঝলসে গিয়েছে। ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে এ ঘটনার পর তরুণীর প্রাক্তন প্রেমিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় মূল অভিযুক্ত স্বীকার করেছে, বিয়ে ভাঙার জন্যেই অ্যাসিড ছুড়ে মেরেছিল তারা।
