আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার মাসখানেক কেটেছে। এবার নয়া সিদ্ধান্ত নিল ভারত। উদারতার পরিচয় দিয়ে ভারতে একে একে ‘রেস্ট্রিকটেড’ নিয়ম তুলে দিচ্ছে পাক তারকা, ইউটিউব চ্যানেল, সংবাদ মাধ্যমের উপর থেকে! তথ্য তেমনটাই। মঙ্গলবার থেকেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নানা পোস্ট চোখে পড়ে। কারণ একে একে ভারতে একাধিক সোশ্যাল মিডিয়ায় অ্যানরেস্ট্রিকটেড করা হয় পাক তারকা, একাধিক চ্যানেলকে।

ভুল তথ্য ছড়ানো এবং ভারতের অপারেশন সিন্দুর নিয়ে নানা নেতিবাচক, ভুয়ো আলোচনার কারণে ভারতে পাকিস্তানি অভিনেতা এবং সেলিব্রিটিদের বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যেই বেশকিছু পুনরায় দেখা যাচ্ছে। 

উল্লেখ্য, ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ, সুনো নিউজ এবং দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্সের মতো প্রধান সংবাদ চ্যানেল, এছাড়াও, ওয়াসে হাবিব, আরজু কাজমি, সৈয়দ মুজাম্মিল শাহ, ক্রিকেটার শোয়েব আখতার এবং ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের বেশ কয়েকটি স্বাধীন ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়েছিল। হানিয়া আমির, মাওরাহ হোসেন, ফাওয়াদ খান, আলী জাফর-সহ একাধিক তারকার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল। তবে ইতিমধ্যে আহাদ রাজা মীর, যুমনা জাইদি, আবিদা পারভীন, দ্যানিশ তৈমুর, দানানীর মুবিন, মাওরাহ হোসেন-সহ একাধিক পাক-ড্রামা তারকাদের অ্যাকাউন্ট পুনরায় দেখা যাচ্ছে ভারতে। শোয়েব আখতার, আরজু কাজমি এবং আসমা শিরাজি-র ইউটিউব চ্যানেলও পুনরায় দেখা যাচ্ছে এ দেশে। 

তবে, ব্লক বা রেস্ট্রিকটেড করা সব অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়নি। তথ্য, পর্যালোচনার পর, কেবল কিছু অ্যাকাউন্ট থেকেই এই নিষেধাজ্ঞা উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এখনও ১৪ হাজার অ্যাকাউন্ট ব্যানড বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য, উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বাইসারান উপত্যকায় এক জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যার মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। সেই ঘটনার পর ভারত সরকার ‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তা’-র প্রসঙ্গে পাকিস্তানি সাংস্কৃতিক সামগ্রী ও শিল্পীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।