আজকাল ওয়েবডেস্ক: ডিনার খেয়েই জ্ঞান হারায় তিন সন্তান। খানিকক্ষণ পরেই তিনজনের একসঙ্গে মৃত্যু। একমাস পর রহস্যমৃত্যুর কিনারা করল পুলিশ। জানা গেছে, ডিনারে বিষ মিশিয়ে তিন সন্তানকে খুন করেছেন ঘাতক মা। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই সন্তানদের সরাতে চেয়েছিলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। শনিবার পুলিশ জানিয়েছে, ঠিক একমাস আগে সাঙ্গারেড্ডি জেলায় তিন নাবালকের মৃত্যু হয়। জানা গেছে, ঘটনার দিন নাইট ডিউটিতে ছিলেন তিনি সন্তানের বাবা চেন্নায়া। সেদিন ডিনারে সন্তানদের দই ভাত খেতে দিয়েছিলেন রজিতা। সেই খাবারেই বিষ মেশানো ছিল। তিনিও অল্প খেয়েছিলেন দই ভাত। যাতে কারোর সন্দেহ না হয়।
পরেরদিন সকালে বাড়ি ফিরে চেন্নায়া দেখেন, চারজনেই অচৈতন্য অবস্থায় লুটিয়ে আছেন। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তিন সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে কিছুদিন ভর্তি থাকার পর সুস্থ হয়ে ওঠেন রজিতা। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, তিন সন্তানকে খাবারে বিষ মিশিয়ে খুন করেছেন চেন্নায়া।
দীর্ঘ তদন্তে জানা যায়, এই খুনের সঙ্গে চেন্নায়ার কোনও সম্পর্ক ছিল। বরং রজিতাই আসল দোষী। তিনি পেশায়। একজন স্কুল শিক্ষিকা ছিলেন। কয়েক মাস আগেই ছোটবেলার স্কুলের প্রেমিকের সঙ্গে তাঁর দেখা হয়। এরপর আবারও তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েন। সংসার ছেড়ে স্কুলের প্রেমিকের সঙ্গেই বাকি জীবন কাটাতে চেয়েছিলেন রঞ্জিতা। কিন্তু পথের কাঁটা ছিল তিন সন্তান।
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তাই তিন সন্তানকেই খুন করেন তিনি। এই ঘটনায় ৪৫ বছরের রজিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
