আজকাল ওয়েবডেস্ক: ২০০৫ ও ২০১৭ সালে লক্ষ্যভেদ হয়নি। ২০২৫ সালে হল। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মহিলা দল। আর দল জিততেই দীপ্তি শর্মা আরও বেশি ম্যাচ খেলতে চেয়েছেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের আর্জি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে ভারতের মহিলা দলের সূচি আগে থেকেই নির্দিষ্ট হয়ে রয়েছে।
বিশ্বকাপ জয় হরমনপ্রীতদের নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে। অন্তত রবিবার বিশ্বকাপ ফাইনালের রাতে স্টেডিয়াম, টেলিভিশন এবং অ্যাপের দর্শক সংখ্যা সেই ইঙ্গিত দিচ্ছে। স্বাভাবিক ভাবেই ভারতের মহিলা দলের খেলা আবার কবে দেখা যাবে, তা জানতে চান অনেকেই। হরমনপ্রীতদের নির্ধারিত আন্তর্জাতিক সূচি কিছুটা হতাশ করতে পারে উৎসাহীদের।
২০২৫ সালে আর কোনও খেলা নেই হরমনপ্রীতদের। বিশ্বজয়ী দল আবার মাঠে নামবে ১০৫ দিন পর। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরে যাবেন হরমনপ্রীতরা। একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। আগামী অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রথম ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি। সিডনিতে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে সেদিন মুখোমুখি হবে দু’দল। অর্থাৎ বিশ্বজয়ের ১০৫ দিন পর আবার মাঠে নামবেন হরমনপ্রীতরা। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ ১৯ ফেব্রুয়ারি এবং তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ ২১ ম্যাচ। সফরের তিনটি একদিনের ম্যাচ হবে যথাক্রমে ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চ। সফরের একমাত্র টেস্টটি পারথে হবে আগামী ৬ থেকে ৯ মার্চ।
অস্ট্রেলিয়া সফরের আড়াই মাস পর ভারতীয় মহিলা দল যাবে ইংল্যান্ডে। হরমনপ্রীতদের ইংল্যান্ড সফর ২০২৬ সালের ২৮ মে থেকে ১৩ জুলাই। হরমনপ্রীতরা অবশ্য দু’দফায় ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবেন। প্রথম দফায় হবে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলি হবে ২৮ মে, ৩০ মে এবং ২ জুন। এর পর ইংল্যান্ডেই টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা হরমনপ্রীতদের।
আগামী বছর ২০ ওভারের বিশ্বকাপ খেলবেন একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী বছর ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে মহিলাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচ আগামী ১৪ জুন পাকিস্তানের সঙ্গে। এছাড়াও ২১ জুন দক্ষিণ আফ্রিকা, ২৮ জুন অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপের খেলা রয়েছে। সূচি অনুযায়ী, ১৭ এবং ২৫ জুন আরও দু’টি ম্যাচ রয়েছে ভারতের। এই ম্যাচ দু’টির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বকাপের নক আউট পর্বে উঠলে আরও দু’টি ম্যাচ খেলবেন হরমনপ্রীতরা।
বিশ্বকাপের পর আবার ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে টেস্ট। ২০২৬ সালের ১০ থেকে ১৩ জুলাই লর্ডসে হবে দু’দলের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ পর্যন্ত ভারতীয় মহিলা দলের সূচি নির্দিষ্ট রয়েছে। তবে আগামী ন’মাস হরমনপ্রীতদের দেশের মাটিতে কোনও ম্যাচ নেই।
