আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক অশান্তির মাঝে স্ত্রী'কে তুমুল বকা দিয়েছিলেন দাদা। স্ত্রীর অপমান সহ্য করতে না পেরে, বকাঝকা করার সেই অপরাধেই সকলের সামনে দাদাকে পিটিয়ে খুন করল ভাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরের এক শহরে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে নাগপুরের হিঙ্গনায়। পুলিশ জানিয়েছে, দুই ভাই স্ত্রীদের নিয়ে মায়ের সঙ্গে এক বাড়িতেই থাকতেন। কিন্তু প্রায়শই পারিবারিক কারণে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হত। রবিবার পারিবারিক ঝামেলার মাঝেই ভাইয়ের স্ত্রী'কে ব্যাপক বকাঝকা দেন যুবক। স্ত্রী'কে সর্বসমক্ষে অপমান করায় দাদার উপর চড়াও হন ভাই।
মায়ের সামনেই দাদাকে বেধড়ক মারধর করেন যুবক। গুরুতর আহত অবস্থায় ৩৬ বছরের যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মারধরের বিষয়টি প্রথমে লুকিয়ে গিয়েছিল পরিবার। পুলিশের অনুমান ছিল, যুবক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কিন্তু বুধবার ময়নাতদন্তের পর জানা গিয়েছে, যুবককে ব্যাপক মারধর করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার পর মৃত যুবকের ভাইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশি জেরায় দাদাকে পিটিয়ে খুনের অপরাধটি স্বীকার করেছে সে। খুনের ঘটনায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
