আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার পুরীতে ছুটি কাটাতে গিয়ে চরম বিপদের হাত থেকে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী অর্পিতা গাঙ্গুলি। পুরীতে গিয়ে স্পিডবোটে করে সমুদ্রে ঘোরার সময় হঠাৎই উল্টে যায় বোটটি। উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যান দু’জনেই। তবে সৌভাগ্যক্রমে সময়মতো লাইফগার্ডরা পৌঁছে গিয়ে তাঁদের উদ্ধার করেন। একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, স্পিডবোটটি সমুদ্রের জলে সম্পূর্ণ উল্টে গিয়েছে এবং লাইফগার্ডরা জলে নেমে রাবার টিউবে ব্যবহার করে পর্যটকদের উদ্ধারের চেষ্টা করছেন।
স্নেহাশিসের স্ত্রী অর্পিতার অভিযোগ, ‘বোটটি অতিরিক্ত হালকা ছিল, কারণ পর্যাপ্ত যাত্রী ছিল না। যেখানে ১০ জন নিয়ে বোট ছাড়ার কথা সেখানে মাত্র ৩-৪ জন ছিল বোটে’। তিনি আরও জানান, ‘আমরা আগে থেকেই বলছিলাম এত কম লোক নিয়ে সমুদ্রে নামা ঠিক হবে কিনা, অপারেটররা বলেছিল সব ঠিক আছে’। তিনি বলেন, ‘আমরা সমুদ্রে নামার পরপরই বিশাল ঢেউ এসে বোটটিকে উল্টে দেয়। লাইফগার্ডরা সময়মতো না আসলে আমরা বাঁচতাম না। এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি’। ঘটনার পর প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন অর্পিতা। তিনি বলেন, ‘পুরীর সমুদ্র অত্যন্ত খারাপ প্রকৃতির। এখানে স্পিডবোট চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। আমি কলকাতায় ফিরে পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব এই বিষয়টি বন্ধ করার অনুরোধ জানিয়ে’। \
তবে আগামী কয়েকদিনে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ও বুধবার গঞ্জাম, গজপতি, রায়গড়, কোরাপুট, খুরদা, কালাহান্ডি, কন্ধমাল জেলায় ভারী বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটারেরও বেশি গতিতে হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদেরও।
