আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ৯ নক্সাল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন বিশেষ অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। দান্তেওয়াড়া এবং বীজাপুর জেলার সীমান্তে লুকিয়ে ছিল নক্সালরা। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা।

 

 এরপরই মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় গুলির লড়াই। খতম হয় ৯ নক্সাল। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র। গোটা এলাকা ঘিরে ফেলে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা। তবে এই ঘটনার জেরে কোনও নিরাপত্তারক্ষী আহত বা নিহত হওয়ার খবর মেলেনি।

 

 শুধু ছত্তিশগড় নয়, মহারাষ্ট্র এবং ছত্তিশগড় রাজ্যের সীমানায় ভান্ডোলি এলাকায় এই অভিযান চলেছে বলে খবর। গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত ৩টি AK47, ২টি ইনসাস, একটি কার্বাইন এবং একটি এসএলআর সহ সাতটি স্বয়ংচালিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গড়চিরোলির পুলিশ সুপার নিলোৎপল জানিয়েছে, এই অভিযান আরও জোরদার চালানো হবে। এই এলাকা থেকে নক্সালদের যাতে সম্পূর্ণভাবে উৎখাত করা যায় সেই কাজ করতে তারা বদ্ধপরিকর।