আজকাল ওয়েবডেস্ক : ৯ টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের রাজ্যপাল হয়েছেন হারিবাবু কৃষ্ণরাও, তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন জিষ্ণু দেব বর্মা, সিকিমের রাজ্যপাল হলেন ওম প্রকাশ মাথুর, ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন সন্তোষ কুমার গ্যাংয়ার।
ছত্তিসগড়ের রাজ্যপাল হলেন রমেন দেকা, মেঘালয়ের রাজ্যপাল হলেন সি এইচ বিজয়শঙ্কর, মহারাষ্ট্রে রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণন, পাঞ্জাবের রাজ্যপাল হলেন গুলাব চন্দ কাটারিয়া, অসমের রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য।
মনিপুরের বাড়তি রাজ্যপাল দায়িত্ব রয়েছে লক্ষণ প্রসাদ আচার্যর ঘাড়ে এবং পুদুচেরি রাজ্যপাল হয়েছেন কে কৈলাশনাথন। সবমিলিয়ে দেশের ৯ টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হল। নিয়োগ করলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ছত্তিসগড়ের রাজ্যপাল হলেন রমেন দেকা, মেঘালয়ের রাজ্যপাল হলেন সি এইচ বিজয়শঙ্কর, মহারাষ্ট্রে রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণন, পাঞ্জাবের রাজ্যপাল হলেন গুলাব চন্দ কাটারিয়া, অসমের রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য।
মনিপুরের বাড়তি রাজ্যপাল দায়িত্ব রয়েছে লক্ষণ প্রসাদ আচার্যর ঘাড়ে এবং পুদুচেরি রাজ্যপাল হয়েছেন কে কৈলাশনাথন। সবমিলিয়ে দেশের ৯ টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হল। নিয়োগ করলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
