আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক অস্ত্রবিরতির পর, প্রথমবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। আগেই জানা গিয়েছিল বুধবার মোদি এই বৈঠকে বসবেন। দুই দেশের সংঘর্ষ পরিস্থিতির পর, প্রথমবার এই বৈঠক বসেছে।
উচ্চপর্যায়ের এই নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে দেশের নিরাপত্তা এবং কৌশলগত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে, সূত্রের খবর তেমনটাই। মূলত গত কয়েকদিনে কেমন পরস্থিতি ছিল, দুই দেশের অস্ত্র বিররতির পরের পরিস্থিতি এবং আগামী দিনে কোন দিকে যেতে পারে পরিস্থিতি, কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া, আলোচনা হতে পারে সব নিয়ে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, বুধবারের এই বৈঠকে উপস্থিত রয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা-সহ মন্ত্রীরা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন জানিয়েছে।
একই সঙ্গে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁকে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন তাঁরা।
