আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত। অপারেশনের নামকরণেও লুকিয়ে রয়েছে ভারতের যোগ্য জবাব। যে নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন 'অপারেশন সিঁদুর' নামকরণ?
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হত্যা করা হয় পুরুষদের। এঁদের মধ্যে কেউ মধুচন্দ্রিমায় গিয়েছিলেন, কেউ ঘুরতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। স্ত্রী, সন্তান, পরিবারের চোখের সামনে গুলি করে পুরুষদের হত্যা করা হয়। ভয়ঙ্কর জঙ্গি হামলায় কেউ হারিয়েছেন স্বামীকে, কেউ সন্তানকে, কেউ তার বাবাকে। চিরতরে মুছে গেছে বিবাহিতদের সিঁথির সিঁদুর।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল নিহত হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়াল ও স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি। উপত্যকায় বিনয়ের রক্তাক্ত, নিথর শরীর আগলে বসে থাকতে দেখা গিয়েছিল হিমাংশীকে। কাশ্মীরে তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ছ'দিন আগেই বিয়ে হয়েছিল তাঁদের। সেই দৃশ্য দেখে বুক কেঁপে উঠেছিল আপামর ভারতবাসীর।
হিন্দু রীতি মেনে ভারতীয় নারীরা বিবাহের চিহ্ন হিসেবে সিঁদুর পরেন। ঘুরতে গিয়ে সেই সিঁদুর মুছে যায় চিরজীবনের মতো। সেই হামলার জেরে 'অপারেশন সিঁদুর' নামকরণে রয়েছে প্রত্যাঘাতের জবাবের ছায়া। মিসাইল হামলায় এখনও পর্যন্ত পাকিস্তান, বিশেষত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত।
