আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যেই ফের বড় সিদ্ধান্ত। মঙ্গলবার থেকে ধীরে ধীরে ভারতে যেসব পাক তারকা, চ্যানেলগুলির অ্যাকাউন্ট পুনরায় দেখা যাচ্ছিল, সেগুলি আবার এ দেশে ব্যানড। 

বুধবার, বেশ কয়েকটি পাকিস্তানি অ্যাকাউন্টের দেখা মেলার পর, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি জরুরি আবেদন জানায়। তাতে বলা হয়, ভারতে সমস্ত পাকিস্তানি নাগরিক, শিল্পী, প্রভাবশালী এবং বিনোদন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং মিডিয়া চ্যানেলগুলিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার দাবি জানাচ্ছে ওই সংস্থা।

তাদের দাবি, পাক তারকা, সেখানকার চ্যানেল ভারতে পুনরায় দেখা যাওয়ার অর্থ, দেশের শহিদ সৈন্যদের আত্মত্যাগের প্রতি অপমান এবং পাকিস্তানের সন্ত্রাসী হামলায় প্রিয়জনকে হারিয়েছেন এমন প্রতিটি ভারতীয়ের আবেগের উপর প্রবল আঘাত। 

?ref_src=twsrc%5Etfw">July 2, 2025

 

তিন দাবি জানিয়েছিল ওই সংস্থা-

১। সমস্ত পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মিডিয়া চ্যানেলগুলিকে অবিলম্বে দেশব্যাপী ডিজিটাল ব্ল্যাকআউট করতে হবে।

২। ভারতীয় মিডিয়া, OTT প্ল্যাটফর্ম এবং বিজ্ঞাপনে পাকিস্তানি নাগরিকরা যেখানে জড়িত, ভবিষ্যতের সমস্ত সহযোগিতা বা প্রচার নিষিদ্ধ করা হোক ভারতে।

৩। ভারতীয় সশস্ত্র বাহিনী এবং শহিদদের পরিবারের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে পাকিস্তানের সঙ্গে পাকাপাকিভাবে সংস্কৃতি সহযোগিতা বন্ধ করবে ভারত।

 

ভুল তথ্য ছড়ানো এবং ভারতের অপারেশন সিন্দুর নিয়ে নানা নেতিবাচক, ভুয়ো আলোচনার কারণে ভারতে পাকিস্তানি অভিনেতা এবং সেলিব্রিটিদের বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যেই বেশকিছু পুনরায় দেখা যাচ্ছিল বুধবারে। তবে সমস্ত অ্যাকাউন্ট নয়, কেবল কয়েকটি অ্যাকাউন্টেরব উপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।  

উল্লেখ্য, ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ, সুনো নিউজ এবং দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্সের মতো প্রধান সংবাদ চ্যানেল, এছাড়াও, ওয়াসে হাবিব, আরজু কাজমি, সৈয়দ মুজাম্মিল শাহ, ক্রিকেটার শোয়েব আখতার এবং ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের বেশ কয়েকটি স্বাধীন ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়েছিল। হানিয়া আমির, মাওরাহ হোসেন, ফাওয়াদ খান, আলী জাফর-সহ একাধিক তারকার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল।

বুধবার আহাদ রাজা মীর, যুমনা জাইদি, আবিদা পারভীন, দ্যানিশ তৈমুর, দানানীর মুবিন, মাওরাহ হোসেন-সহ একাধিক পার-ড্রামা তারকাদের অ্যাকাউন্ট পুনরায় দেখা যাচ্ছিল ভারতে। শোয়েব আখতার, আরজু কাজমি এবং আসমা শিরাজি-র ইউটিউব চ্যানেলও পুনরায় দেখা যাচ্ছিল। সেগুলিকে পুনায় ব্যানড করা হয়েছে।