আজকাল ওয়েবডেস্ক: সংসদে আদানি ঝড়। বুধবার স্থগিত হয়ে গেল দুই কক্ষের কাজ। এদিন দিনের শুরু থেকেই আদানি ইস্যুতে ঝড় তোলেন বিরোধী শিবির। এদিন লোকসভা প্রথমে দুপুর ১২ টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরে তা দিনের মত মুলতুবি করে দেন স্পিকার। এদিন সংসদে আদানি ইস্যুতে কংগ্রেস এবং অন্য দলের সমর্থকরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদের মধ্যে প্রধান হিসাবে ছিল সমাজবাদী পার্টি।
অন্য বিরোধীরা নিজেদের জায়গা থেকেই এই বিষয়ে স্লোগান তুলতে শুরু করেন। তারা সকলেই আদানির প্রধান গৌতম আদানির গ্রেপ্তারি দাবি করতে থাকেন। পাশাপাশি এই বিষয়ে কেন্দ্রীয় সরকার পরবর্তীকালে কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়েও সরব হন। একই ছবি ছিল রাজ্যসভাতেও। সেখানে অন্য নানা বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও পরে আদানি ইস্যুতে চরম হট্টগোল তৈরি হয়। এরপরই চেয়ারম্যান জগদীপ ধনকর দিনের মত রাজ্যসভার কাজ মুলতুবি করে দেন।
কংগ্রেস আগেই জানিয়ে দেয় যে, তারা সংসদের ভিতরে-বাইরে আদানি ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভ দেখাবে। রাহুল গান্ধী ও সদ্য নির্বাচিত প্রিয়ঙ্কা গান্ধী এই প্রতিবাদে নেতৃত্ব দেবেন। কেরলের ওয়ানাড়ে গত ৩০ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সাহায্য না দেওয়ার প্রতিবাদে ওয়ানাড়ের প্রাক্তন ও বর্তমান সংসদ সদস্য এই বিক্ষোভ দেখাবেন।
কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল আদানি ইস্যুতে আলোচনা চেয়ে মার্কিন অভিযোগের বিষয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব তুলেছেন লোকসভায়। স্বভাবতই পরিষ্কার যে, সরকার পক্ষ বিরোধীদের কোনও প্রস্তাবই মেনে নেবে না। বিশেষত আদানি ইস্যুতে কংগ্রেসের মুলতুবি প্রস্তাব ও যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব খারিজ করে দিলে তা নিয়ে বিরোধীরা হইচই বাধাতে পারে।
