আজকাল ওয়েবডেস্ক: রাস্তার একধারে কয়েক দিন ধরেই পড়েছিল ট্রলি ব্যাগটি। প্রথমে কেউই বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু দিন কয়েক পরেই ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করতে পারছিলেন না পথচারীরা। নাকে বোঁটকা গন্ধ আসতেই, ওই এলাকায় যেন টেকা দায় হয়ে গিয়েছিল। অবশেষে ছুটে এল পুলিশ। ট্রলি ব্যাগ খুলতেই শিউরে উঠলেন সকলে। সেই ব্যাগ থেকে উদ্ধার এক মহিলার পচাগলা দেহ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বাচুপল্লিতে। পুলিশ জানিয়েছে, বুধবার ট্রলি ব্যাগ থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ব্যাগটি পড়েছিল রাস্তার ধারে। দুর্গন্ধ পেয়েই সকলে থানায় খবর পাঠান স্থানীয়রা। স্থানীয়রাই জানিয়েছেন, ব্যাগটি ১০ থেকে ১৫ দিন ধরে ওই এলাকায় পড়েছিল। 

 

পুলিশ আরও জানিয়েছে, মহিলার নাম, পরিচয় জানা যায়নি। তবে অনুমান, তাঁর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। কোথাও খুন করে, ট্রলি ব্যাগে দেহ ভরে, এই এলাকায় ঝোঁপের মধ্যে ফেলে রেখে কেউ বা কারা পালিয়ে যায়। দেহটি অধিকাংশই পচে গেছে। সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

গত দুই সপ্তাহে বা তার আগের সময়ের নিখোঁজ ডায়েরিগুলি খতিয়ে দেখছে স্থানীয় থানা। বাচুপল্লি থানায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। কীভাবে খুন করা হয়েছে, এখনও তা জানা যায়নি।