আজকাল ওয়েবডেস্ক:‌ টানা তিন দিন। দিল্লিতে দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই ভয়াবহ দূষণের জেরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত প্রাইমারি স্কুলে অনলাইন ক্লাস হবে।


এছাড়া বলা হয়েছে, নির্মাণ ভাঙা বা জরুরি নয় এরকম নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। বিএস ৩ পেট্রল, বিএস ৪ ডিজেল চার চাকার গাড়ি দিল্লি সহ গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও নয়ডায় চলাচল বন্ধ রাখতে হবে। জরুরি ভিত্তিতে ছাড়া ডিজেলচালিত জেনারেটরের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে। ক্রমাগত জল দিয়ে রাস্তার ধুলো পরিস্কার করতে হবে। এছাড়াও জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা।


প্রসঙ্গত, শুক্রবার সকাল সাতটায় দিল্লিতে বাতাসের গুণগত মান ছিল ৪৯৮। যা ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করা হয়। দূষণের হিসেবে শুক্রবার দিল্লি বিশ্বের দ্বিতীয় শহর হিসেবে বিবেচিত হয়েছে। শুক্রবার দূষণ সবচেয়ে বেশি পাকিস্তানের লাহোরে। সেখানে সকাল সাতটায় বাতাসের গুণগত মান ছিল ৭২০। 


শুক্রবার সকালে দিল্লির সবচেয়ে দূষিত পাঁচটি শহর যথাক্রমে জাহাঙ্গিরপুরী (‌৪৯৮)‌, বাওয়ানা (‌৪৫৫)‌, ওয়াজিরপুর (‌৪৫৫)‌, রোহিনি (‌৪৫২)‌, পাঞ্জাবি বাগ (‌৪৪৩)‌।
পালাম ও সফদরজঙ্গে যথাক্রমে তা ৫০০ ও ৪০০।